সর্বশেষ সংবাদ
আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিপ্রা হাম অটো লোন অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডিসির প্রশাসনিক চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা।

আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিপ্রা হাম অটো লোন অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডিসির প্রশাসনিক চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা।


আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিপ্রা হাম অটো লোন অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডিসির প্রশাসনিক চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তিনি বলেন এডিসি এলাকায় বসবাসকারী জাতি জনজাতি সকল অংশের গরিব মানুষ  যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তার জন্য কম সুদে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বৈদ্যুতিন অটো কেনার জন্য ঋণ দেওয়া ব্যবস্থা করে দিচ্ছে এডিসি প্রশাসন। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অটো কেনার জন্য যে অর্থ লাগবে তার ২০ শতাংশ ব্যাংকে দেবে এডিসি প্রশাসন। ১৫ শতাংশ দেবে বেনিফিসারি। ব্যাংক ৬ শতাংশ হারে তাদের ঋণ দেবে। এডিসির প্রতিটি জোনালে অটো চার্জিং স্টেশন করারও ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে এডিসির ৫৮৭ টি ভিলেজ কমিটি রয়েছে। তিনি বলেন প্রথম ধাপে 600 জনকে এই বৈদ্যুতিক অটো দেওয়া হবে। এডিসি প্রশাসন থেকে এই প্রথমবার এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, তথ্য সংস্কৃতি দপ্তরের  নির্বাহী সদস্য কমল কলই, তিপরা মথা দলের সভাপতি বিজয় রাংখল সহ অন্যান্য।

পরবর্তী খবর