আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সোনামুড়া কাঠালিয়ার ভবানীপুরে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলো ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকরা। সুরজিৎ দেবনাথ নামে পাম্প ওয়াটারের কর্মীর বেতন আটকে রাখার পাশাপাশি ভবানীপুর অঙ্গনওয়াড়ী সেন্টার দ্রুত চালু করার দাবি নিয়ে এলাকার ক্ষুব্ধ জনগণ ভবানীপুর পঞ্চায়েতে মূল ফটকে ভারতীয় জনতা পার্টি দলের দলীয় পতাকা লাগিয়ে তালা ঝুলিয়ে দিলো বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে ভবানীপুর পঞ্চায়েতে শাসক দলের কর্মীদের পঞ্চায়েতের তালা জুলিয়ে দেওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাসকদলের কর্মী সমর্থকদের অভিযোগ বুধবারের মধ্যে পাম্প ওয়াটারের কর্মী সুরজিৎ দেবনাথের বেতন দ্রুত দিতে হবে পাশাপাশি ভবানীপুর অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি দ্রুত চালু করতে হবে অন্যথায় তাদের আন্দোলন চলবেই।