সর্বশেষ সংবাদ
কৈলাশহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গুলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বিভিন্ন সমস্যা থাকার কারণে আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করবেন বলে একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন।

কৈলাশহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গুলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বিভিন্ন সমস্যা থাকার কারণে আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করবেন বলে একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন।


কৈলাশহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গুলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বিভিন্ন সমস্যা থাকার কারণে আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করবেন বলে একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অভিযোগ ওই এলাকায় রাস্তার অবস্থা বেহাল। গর্ভবতী মহিলাদের কিংবা বয়স্ক লোকেদের হাসপাতাল নিয়ে যাওয়া এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়ায়। রয়েছে ওই এলাকায় পানীয় জলের বিরাট সমস্যা। DWS দপ্তর থেকে ওই এলাকায় পানীয় জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়, একটি ওয়াটার পাম্প মেশিন ওই এলাকার স্থাপন করা হলেও কোন এক অজ্ঞাত কারণে আজ পর্যন্ত তা চালু হয়নি। পাশাপাশি ওই এলাকায় একটি সেতু রয়েছে যা গুলধারপুর ও পাখিরবাদা বাসিন্দারা সহজে যাতায়াত করতে পারে ওই দুটি এলাকায়। সেটারও বেহাল অবস্থা এলাকাবাসীরা নিজেরাই সেই সেতুটি মেরামতি করে। স্থানীয়রা স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি, উক্ত বিষয় নিয়ে ওই এলাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় যদি আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তাদের সমস্যা সমাধান না হয় তাহলে তারা ভোট বয়কট করবে। এখন দেখার বিষয় হল প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে।

পরবর্তী খবর