সর্বশেষ সংবাদ
সাত সকালে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমতলী থানার সূর্যমনিনগর এলাকায়

সাত সকালে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমতলী থানার সূর্যমনিনগর এলাকায়


সাত সকালে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমতলী থানার সূর্যমনিনগর এলাকায়। বুধবার সকালে সূর্যমনি নগর বাবুল চৌমনিতে রাস্তার পাশে উদ্ধার হয় সুরজিৎ শীল নামে স্থানীয় যুবকের রক্তাক্ত মৃতদেহ। টি শার্ট এবং প্যান্ট পরা যুবকের মৃতদেহের মাথায় দায়ের কোপ রয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে একই এলাকার কৃষ্ণ আচার্জী, সায়ন রায়, রাজু সরকার সহ কয়েকজন ভোররাতে ওই যুবককে পিটিয়ে এবং কুপিয়ে খুন করেছে। সকালে মৃতদেহ উদ্ধারের পর খবর পেয়ে আমতলী থানার পুলিশ তদন্ত শুরু করে। থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। খুনের খবর পেয়ে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার আমতলী থানায় ছুটে গেছেন।

পরবর্তী খবর