সর্বশেষ সংবাদ
TFA পরিচালিত ঘরোয়া C ডিভিশন ফুটবল লিগে  মঙ্গলবার জয় পেল সিমনা তমাকারী ফুটবল ক্লাব।

TFA পরিচালিত ঘরোয়া C ডিভিশন ফুটবল লিগে  মঙ্গলবার জয় পেল সিমনা তমাকারী ফুটবল ক্লাব।


TFA পরিচালিত ঘরোয়া C ডিভিশন ফুটবল লিগে  মঙ্গলবার জয় পেল সিমনা তমাকারী ফুটবল ক্লাব।  এদিন উমাকান্ত  মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সিমনা তমাকারী ফুটবল ক্লাব ৩-২ গোলে UBST কে পরাজিত করে।   ম্যাচের প্রথমার্ধেই  ৩-০ গোলে এগিয়ে যায় সিমনা তমাকারি ফুটবল ক্লাব। ১০, ২১ ও ২৬ মিনিটে এই গোল তিনটি পায় তারা।   ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৩ ও ৮৬ মিনিটে দুটি গোল করে ম্যাচে  ঘুরে দাঁড়াবার চেষ্টা করে UBST।   কিন্তু শেষ পর্যন্ত UBST পরাজয় আটকাতে পারেনি।  ৩-২ গোলের  ব্যবধানে ম্যাচ জিতে নেয় সিমনা তমাকারী  ফুটবল ক্লাব। 

এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামেই লিগের অন্য আরেকটি ম্যাচে পান্তই স্পোর্টিং সোসাইটি ২-০ গোলে ইয়ুথ ক্লাবকে পরাজিত করে। ম্যাচের ৩৩ এবং ৭৩ মিনিটে এই গোল দুটি পায় পান্তই স্পোর্টিং সোসাইটি।

পরবর্তী খবর