সর্বশেষ সংবাদ
মঙ্গলবার তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় পর্যটন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী।

মঙ্গলবার তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় পর্যটন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী।


মঙ্গলবার তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় পর্যটন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের তরফে এদিন এম বি বি বিমানবন্দরে উনাকে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। পরে রাজ্য অতিথিশালার কনফারেন্স হলঘরে কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপীর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্য পর্যটন দপ্তর ও ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত জানানো হয়। সেই সাথে পর্যটন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও রাজ্যের পর্যটন শিল্পের ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। জানা গেছে রাজ্য  সরকারের তরফে প্রসাদ প্রকল্পে উদয়পুর মাতাবাড়ির অবশিষ্ট কাজ শেষ করতে অতিরিক্ত ১৭ কোটি ৬১ লাখ টাকা প্রদানের অনুরোধ করা হয়েছে। বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী বলেন ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের পর্যটন শিল্পের সম্ভাবনার বিষয়ে যথেষ্ট আন্তরিক। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্য সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের প্রচার ও প্রসারে সদর্থক ভূমিকা গ্রহন করেছেন। এদিন ভারত বাংলা সীমান্ত চেকপোস্ট পরিদর্শন করেন পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী।

পরবর্তী খবর

18:34 18/Oct/2024

ভিন রাজ্যের সাথে এ রাজ্যের রেলপথে যোগাযোগ বর্তমান সময়ে অনেকটাই সহজতর। রাজ্য থেকে একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। কিন্তু যাত্রী নিরাপত্তা কতটা সুনিশ্চিত এবং রেলের পরিকাঠামোই বা কতটা উন্নত? সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা এই প্রশ্নটাকেই জোরালো করছে। চলতি বছরের ১৭ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ভয়াবহতার স্মৃতি এখনও উঁকি দেয়। গতকাল লাইনচ্যুত হয় আগরতলা থেকে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। এছাড়াও কখনও আগরতলাগামী বা আগরতলামুখী দূরপাল্লার ট্রেন গুলিতে যান্ত্রিক গোলযোগের ঘটনার অভিযোগ হামেশাই সামনে আসে। আবার ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগের ঘটনাও ঘটছে। এছাড়াও দূরপাল্লার ট্রেন গুলির কামরাগুলির পরিষ্কার - পরিচ্ছন্নতা নিয়েও যাত্রীদের অভিযোগ থাকে । স্বাভাবিকভাবেই দাবি উঠছে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যেন যাত্রী নিরাপত্তা এবং রেলের পরিকাঠামো আরও উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হয়।