সর্বশেষ সংবাদ
গত নয় মাস ধরে চেবরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।

গত নয় মাস ধরে চেবরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।


গত নয় মাস ধরে চেবরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। নেই প্রয়োজনীয় বিষয় শিক্ষকও। এ অবস্থায় বিদ্যালয়ের একজন শিক্ষিকাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব দিয়ে  বিদ্যালয়ের পঠন পাঠন চালাচ্ছিলেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক। বুধবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সমস্ত ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে বসে সকাল ১১ টা থেকে। দু ঘণ্টা পর ছাত্র-ছাত্রীদের আন্দোলনের খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে খোয়াই বিদ্যালয় পরিদর্শক। ছাত্র-ছাত্রীদের দাবি ছিল বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে, সেইসঙ্গে প্রয়োজনীয় বিষয় শিক্ষকও নিয়োগ করতে হবে। বিদ্যালয় পরিদর্শক ছাত্রছাত্রীদের পরিষ্কার জানিয়ে দেন প্রধান শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে না। বিদ্যালয় পরিদর্শকের নিকট থেকে এই ধরনের কথা শুনে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের পরিদর্শককে একটি রুমে ঢুকিয়ে তালা মেরে দেন। ছাত্র-ছাত্রীদের অভিযোগ যতক্ষণ পর্যন্ত না খোয়াই জেলা শিক্ষা আধিকারিক বিদ্যালয়ে এসে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত বিদ্যালয়ে পরিদর্শককে ছাড়া যাবে না। পরে কতৃর্পক্ষের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন তারা।

পরবর্তী খবর

18:34 18/Oct/2024

ভিন রাজ্যের সাথে এ রাজ্যের রেলপথে যোগাযোগ বর্তমান সময়ে অনেকটাই সহজতর। রাজ্য থেকে একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। কিন্তু যাত্রী নিরাপত্তা কতটা সুনিশ্চিত এবং রেলের পরিকাঠামোই বা কতটা উন্নত? সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা এই প্রশ্নটাকেই জোরালো করছে। চলতি বছরের ১৭ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ভয়াবহতার স্মৃতি এখনও উঁকি দেয়। গতকাল লাইনচ্যুত হয় আগরতলা থেকে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। এছাড়াও কখনও আগরতলাগামী বা আগরতলামুখী দূরপাল্লার ট্রেন গুলিতে যান্ত্রিক গোলযোগের ঘটনার অভিযোগ হামেশাই সামনে আসে। আবার ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগের ঘটনাও ঘটছে। এছাড়াও দূরপাল্লার ট্রেন গুলির কামরাগুলির পরিষ্কার - পরিচ্ছন্নতা নিয়েও যাত্রীদের অভিযোগ থাকে । স্বাভাবিকভাবেই দাবি উঠছে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যেন যাত্রী নিরাপত্তা এবং রেলের পরিকাঠামো আরও উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হয়।