সর্বশেষ সংবাদ
সাব্রুমে গতকাল রাতে এক গাড়ি চালকের মৃত্যু ঘিরে গাড়ী শ্রমিকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সাব্রুমে গতকাল রাতে এক গাড়ি চালকের মৃত্যু ঘিরে গাড়ী শ্রমিকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


সাব্রুমে গতকাল রাতে এক গাড়ি চালকের মৃত্যু ঘিরে গাড়ী শ্রমিকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ সাব্রুম - আগরতলা জাতীয় সড়কের পশ্চিম জলেফার আমতলী তে রক্তাক্ত অবস্থায় রনজিৎ দেবনাথ নামে এক গাড়ী চালকের দেহ  সাব্রুম দমকল বাহিনী উদ্ধার করে সাব্রুম হাসপাতালে নিয়ে  এলে কর্তব্যরত চিকিৎসক প্রীতম দাস মৃত বলে ঘোষনা করেন। আজ সাব্রুম হাসপাতালে মৃত চালকের ছেলে সুব্রত দেবনাথ, পিতার মৃত্যুর সুষ্ঠু তদন্ত চেয়েছেন। শ্রমিক নেতা সন্জয় দেবনাথ জানায়, আজ সাব্রুম এর জীপ ও ছোট গাড়ীর চালকরা গাড়ী চালানো বন্ধ রেখেছে। আজকেই সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হবে।পুলিশ ঘটনার তদন্ত করছে।

পরবর্তী খবর