সর্বশেষ সংবাদ
অসমের শিলচরে অনুষ্ঠিত AITA টেনিস চ্যাম্পিয়নশিপে  ত্রিপুরার  তুইজিলাং দেববর্মা  অনূর্ধ্ব ১৮ বিভাগে সিঙ্গলস ও ডাবলস উভয় বিভাগে  চ্যাম্পিয়ন হলেন।

অসমের শিলচরে অনুষ্ঠিত AITA টেনিস চ্যাম্পিয়নশিপে  ত্রিপুরার  তুইজিলাং দেববর্মা  অনূর্ধ্ব ১৮ বিভাগে সিঙ্গলস ও ডাবলস উভয় বিভাগে  চ্যাম্পিয়ন হলেন।


অসমের শিলচরে অনুষ্ঠিত AITA টেনিস চ্যাম্পিয়নশিপে  ত্রিপুরার  তুইজিলাং দেববর্মা  অনূর্ধ্ব ১৮ বিভাগে সিঙ্গলস ও ডাবলস উভয় বিভাগে  চ্যাম্পিয়ন হলেন।    সিঙ্গলস ফাইনালে  তুইজিলাং ৬ - ৪, ১ - ৬, ৬ - ২ ব্যবধানে   অসমের  রিয়ান কাশ্যপকে হারিয়ে সিঙ্গলসে চ্যাম্পিয়ন হন।  ডাবলসে  তুইজিলাং দেববর্মা & রিয়ান কাশ্যপ জুটি  ২ - ৬, ৬ - ৩, ১০ - ৭ ব্যবধানে জ্যোতিষ্মান বোরো ও রামানুজ তালুকদার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ।
তুইজিলাং এর এই সাফল্যে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ ও সকল সদস্যরা  তাকে  অভিনন্দন জানিয়েছেন।

পরবর্তী খবর