ত্রিপুরা সরকারি ডেন্টাল কলেজ হাসপাতাল শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চলে নয় সারা দেশের মধ্যে একটি মডেল কলেজ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য রাজ্য সরকারের তরফে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সরকারি ডেন্টাল কলেজের নার্সিং অডিটরিয়ামে থ্রি-ডি প্রিন্টিং সলিউশন সেন্টার উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি কলেজের ফ্যাকান্টিদের উদ্দেশ্যে বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করে রাজ্যবাসীর স্বপ্নের ডেন্টাল কলেজকে সারা দেশে একটি উল্লেখযোগ্য স্থানে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন প্রতি মাসে এখানে প্রায় সাড়ে তিন হাজার রোগী এই কলেজ থেকে পরিষেবা নিচ্ছেন। তারা যাতে আরো অত্যাধুনিক পরিষেবা এই হাসপাতাল থেকে পেতে পারে সেই দিকে লক্ষ রাখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচীব কিরণ গিত্যে, হেলথ সার্ভিস এর ডিরেক্টর প্রফেসর ডাঃ সঞ্জীব কুমার দেববর্মা, মেডিক্যেল এডুকেশন এর ডিরেকটর এইছ পি শর্মা প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে ডেন্টাল সার্জেন্টদের থ্রি-ডি প্রিন্টিং সলিউশন নিয়ে প্রশিক্ষণেরও উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী।