সর্বশেষ সংবাদ
বুধবার রামনগরের মুক্তি সংঘ ক্লাবে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে অনুষ্ঠিত হয় খুঁটি পূজা।

বুধবার রামনগরের মুক্তি সংঘ ক্লাবে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে অনুষ্ঠিত হয় খুঁটি পূজা।


বুধবার রামনগরের মুক্তি সংঘ ক্লাবে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে অনুষ্ঠিত হয় খুঁটি পূজা। পাখি সংরক্ষণের চিন্তাধারাকে সামনে রেখে এবছর রামনগরের মুক্তি সংঘ ক্লাব তাদের পুজো প্যান্ডেলে ফুটিয়ে তুলবে থিম পুজো 'ইচ্ছে ডানা'। পাশাপাশি লোকাল ফর ভোকাল এই চিন্তা ধারাকে সামনে রেখে মন্ডপ তৈরি করবেন রাজ্যের শিল্পী গৌতম দেবনাথ। পাশাপাশি প্রতিমা তৈরিতে আছেন স্থানীয় শিল্পী চিত্ত পাল। বাজেট ধরা হয়েছে ১২ লক্ষ টাকা। বিশেষ যে ব্যাপারটি লক্ষণীয় তা হচ্ছে পুজো পুরোটাই পরিচালনায় দায়িত্বে রয়েছেন এলাকার মহিলারা। জানান ক্লাব সম্পাদক পিনাকী চক্রবর্তী। খুটি পুজার দিনে সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করেন তারা।

পরবর্তী খবর