ককবরক ভাষায় লেখা ও পড়ার জন্য রোমান স্কিপ্টে চালু করার দাবিতে আজ সার্কিট হাউজ গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করে মথার ছাত্র সংগঠন টিএসএফ । সংগঠনের নেতৃবৃন্দ বিধায়ক ও মন্ত্রীদের কাছে দাবি জানিয়েছেন বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়ার।