গত চার বছরে রাজ্য পুলিশের হাতে বাজেয়াপ্ত হয়েছে ৯১ টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এগুলির মধ্যে রয়েছে আমেরিকা,চীনের এবং ভারতের তৈরি নাইন এম এম পিস্তল,
দেশি পিস্তল, ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, বন্দুক, দেশি বন্দুক, জার্মানির তৈরি এয়ারগান, দেশি অটোমেটিক পিস্তল, পুরনো গ্রেনেড ইত্যাদি।
স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে ২০২১ সালে সর্বাধিক ৩০ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। এর পরের বছর ২৫টি এবং ২০২৩ সালে ২৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছিল। বিভিন্ন থানা বিএসএফ রেল পুলিশ এগুলো উদ্ধার করেছিল। এখনো পর্যন্ত যতগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এইগুলির বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্যের তৈরি পিস্তল ও বন্দুক। বিদেশি আগ্নেয়াস্ত্র বলতে ইতালি জার্মানি আমেরিকা ও চীনের তৈরি পিস্তল এ যাবত পাওয়া গেছে। ২০২১ সাল হতে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত তথ্যে এই হিসাব উঠে এসেছে।
দপ্তরের তরফে গত দশ বছরের প্রাপ্ত তথ্যের নিরিখে দেখা যাচ্ছে বিশেষ করে গত চার বছরে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র আমদানি করা হয়েছে, বছরের কিংবা মাসের গড়পরতার হিসেবে তা অনেকটাই বেশি।