রাজ্য প্রশাসনে রদ বদল।খোয়াই জেলার নতুন জেলাশাসক হলেন চাঁদনি চন্দ্রন।উচ্চ শিক্ষা দফতরের অধিকর্তা এন সি শর্মাকে মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তারও দায়িত্ব দেওয়া হয়েছে। এনএইচএম এ রাজ্য শাখার নতুন অধিকর্তা হলেন ডিকে চাকমা।