রাজ্যের বিভিন্ন প্রান্তে গরু পাচার অব্যাহত রয়েছে। শুক্রবার পাচারকালে দশটি গরু সহ একটি গাড়ি আটক করে বিলোনিয়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে নয়ন দেবনাথ এবং সুমন দেবনাথ নামে দুইজনকে। অভিযুক্তরা জানায় গজারিয়া দেবীপুর মুসলিম পাড়া এলাকায় এই গরুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতরা জানায় মূল পাচারকারীরা হচ্ছে রাসেল মিয়া ও মানিক মিয়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।