সর্বশেষ সংবাদ
সংসদে একঘরে হল রাহুল গান্ধী।

সংসদে একঘরে হল রাহুল গান্ধী।


সংসদে একঘরে হল রাহুল গান্ধী। লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। সংসদে দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হতেই একদিকে বিরোধীরা যেখানে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আদানি ইস্যু নিয়ে সরব হয়েছে, সেখানেই শাসক দল বিজেপি এবার সুর চড়িয়েছে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এই দাবি জানিয়ে। এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের মন্তব্য খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করার দাবি জানালেন। সূত্রের খবর, বিজেপির তরফে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজ করার দাবি জানানো হবে।

পরবর্তী খবর