সর্বশেষ সংবাদ


“আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য TIT এর জমি হস্তান্তর নয়” আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার ।

“আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য TIT এর জমি হস্তান্তর নয়” আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার ।


রাজ্যে আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য TIT এর জমি হস্তান্তর না করে বিকল্প জমির সন্ধান করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার । গোটা বিষয়টি যাতে অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রাখা না হয় তারও আবেদন চিঠিতে করেছেন বিরোধী দলনেতা ।  ‘’ত্রিপুরায় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনে কারোর আপত্তি থাকবে বলে মনে হয় না । কিন্তু একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে গিয়ে বছরের পর বছর ধরে সুনাম- সুখ্যাতির সাথে ত্রিপুরার প্রথম প্রতিষ্ঠিত এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি যা ত্রিপুরা পলিটেকনিক ইন্সটিটিউট নামে খ্যাত ছিল এবং ত্রিপুরা অন্যতম গর্বের প্রতিষ্ঠান হিসাবে  চিহ্নিত তার সামনে সমস্যা ও অস্তিত্বের নিশ্চয়তা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে এমন কোনও পদক্ষেপ কোনওভাবেই কাম্য নয়” বলে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে এ কথা লিখেছেন বিরোধী দলনেতা মানিক সরকার ।

পরবর্তী খবর