আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস পুনরায় চালু হল শুক্রবার। আখাউড়া ভারত বাংলা সীমান্তে পরিবহনমন্ত্রী প্রণজিত সিংহ রায় পতাকা নেড়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব রেজাউল হক। প্রসঙ্গত ৪০ আসনের বাস যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে ২৮ জন যাত্রী নিয়ে। এদের মধ্যে ২২ জন ভারতীয় এবং ৬ জন বাংলাদেশি নাগরিক। করোনার জন্য দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর ফের শুরু হয় এই পরিষেবা। শুক্রবার ছাড়া প্রতিদিন এই পরিষেবা চালু থাকবে। আগরতলা থেকে কলকাতা ২২০০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে এবং আগরতলা থেকে ঢাকা ৯০০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।