সর্বশেষ সংবাদ


রাজ্যে সমান্তরাল হারে ঘটছে অপরাধের ঘটনাঃচুরির ঘটনা লাগামছাড়া পর্যায়ে

রাজ্যে সমান্তরাল হারে ঘটছে অপরাধের ঘটনাঃচুরির ঘটনা লাগামছাড়া পর্যায়ে


চলতি বছরের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি হতে মার্চ মাস পর্যন্ত রাজ্যে মোট ২৩ টি খুনের মামলা নথিভুক্ত হয়েছে। রাজ্যের ৮ টি জেলাতেই খুনের অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। সবচেয়ে বেশি ১২টিখুনের মামলা নথিভুক্ত হয়েছে মার্চ মাসে। এই সময়কালে পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ৬টি খুনের মামলা লিপিবদ্ধ হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে এ খবর। তথ্য অনুযায়ী এই তিন মাসে চুরির ঘটনার ক্ষেত্রে লাগাম টানতে পারেনি ত্রিপুরা পুলিশ। রাজ্যের বিভিন্ন থানা এলাকায় তিন মাসে ৭৭ টি চুরির মামলা লিপিবদ্ধ হয়েছে। অর্থাৎ চুরির ঘটনা সমানতালে প্রতিবছর ঘটেই চলেছে।এরমধ্যে অবার করার বিষয় শুধুমাত্র পশ্চিম জেলাতেই ৩৮টি চুরির মামলা লিপিবদ্ধ হয়েছে। বিশেষ করে রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রের দুটি প্রধান থানা এলাকায় লাগামছাড়া হারে বেড়ে চলেছে চুরির ঘটনা। চুরির পাশাপাশি এই তিন মাসে ২৩ টি সিঁধেল চুরির মামলা নথিভূক্ত হয়েছে। তথ্য অনুযায়ী এই তিন মাসে মোট ২২ টি অপহরণের মামলা নথিভূক্ত হয়েছিল তবে এর মধ্যে অধিকাংশ নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই সময় কালে মোট  ১৪টি সংঘর্ষের অভিযোগ নথিভুক্ত হয়েছে বিভিন্ন থানায়।তিন মাসের প্রদত্ত তথ্যের গরপরতার নিরিখে গত বছরের তুলনায় অপরাধের ঘটনা সামান্য নিম্নমুখী। অপরাধ বিষয়ক তথ্য বিজ্ঞ মহলের অভিমত, আভ্যন্তরীণ অপরাধের ঘটনা সমান্তরাল হারে চললেও সাইবার অপরাধের ধরণ প্রতিদিন পরিবর্তিত হচ্ছে এবং তাতে হিমশিম খেতে হচ্ছে ভুক্তভোগীদের। এক্ষেত্রে অবশ্য রাজ্য পুলিশের সংশ্লিষ্ট শাখাটির দুর্বলতা বিভিন্ন ভাবে ফুটে উঠেছে। সংশ্লিষ্ট মহলের অভিমত,বিভিন্ন থানা এলাকায় আইন-শৃঙ্খলা জনিত পরিস্থিতি আরও সুদৃঢ় হলে অপরাধের ঘটনা বলি অনেকটাই কমানো সম্ভব হতো।

পরবর্তী খবর