সর্বশেষ সংবাদ
রবিবার ১৭ এপ্রিল CFTUI এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়

রবিবার ১৭ এপ্রিল CFTUI এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়

রবিবার ১৭ এপ্রিল CFTUI এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ২৭ জনের রাজ্য কমিটি গঠিত হয়। এই কমিটির সভাপতি হয়েছেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। সম্পাদক হয়েছেন সমীর চৌধুরী। সম্মেলনে বেশ কয়েকটি দাবী গৃহীত হয়। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সেই দাবী গুলি তুলে ধরেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। এই দাবী গুলির মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে  রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া ডি এ মিটিয়ে দেওয়া।

এদিন সাংবাদিক সম্মেলনে CFTUI এর সর্ব ভারতীয় নেতা এন কঙ্কা রাও উপস্থিত থাকেন।

পরবর্তী খবর