মেলারমাঠ এলাকার সাউন্ড ব্যবসায়ী গৌতম সাহাকে অপহরণ করা হয়েছিল বলে গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। এই খবর শোনা মাত্রই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাস্নকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্ত করে পুলিশ মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন সেই ব্যবসায়ীকে অপহরণ করার খবর একেবারে ভিত্তিহীন। পুলিশ জানিয়েছে গৌতম সাহা আজ সকালে নিজেই বাড়ি ফিরেছেন এবং তার অপহরণের বিষয়টি অসত্য। পুলিশ আরো জানিয়েছে ব্যক্তিগত কারণেই তিনি বাড়ি থেকে বেড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা সবাইকে আশ্বস্ত করেন সাধারণ মানুষের সুরক্ষায় তৎপর স্বরাষ্ট্র দপ্তর।