সর্বশেষ সংবাদ
 পিছিয়ে থেকেও TFA পরিচালিত ঘরোয়া C ডিভিশন ফুটবল লিগে বুধবার জয় পেল জম্পুইজলা প্লে সেন্টার

পিছিয়ে থেকেও TFA পরিচালিত ঘরোয়া C ডিভিশন ফুটবল লিগে বুধবার জয় পেল জম্পুইজলা প্লে সেন্টার



পিছিয়ে থেকেও TFA পরিচালিত ঘরোয়া C ডিভিশন ফুটবল লিগে বুধবার জয় পেল জম্পুইজলা প্লে সেন্টার।  এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে  প্রতিপক্ষ সিমনা তমাকারী কে ৪-২ গোলে পরাজিত করে জম্পুইজলা প্লে সেন্টার। এদিন ম্যাচের প্রথমার্ধে ৮ মিনিটে বয়ার দেববর্মা গোল করে লিড এনে দেন সিমনা তমাকারীকে। প্রথমার্ধের ৪৪ মিনিটে কুং কিয়া মনি কলইয়ের গোলে ম্যাচের সমতায় ফেরে জম্পুইজলা প্লে সেন্টার।  
যখন মনে  হচ্ছিল এই  ম্যাচ ড্র হয়ে যাবে,  তখনই  দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮২,  ৮৭ ও ৯০ মিনিটে তিনটি গোল করে জয় নিশ্চিত করে জম্পুইজলা প্লে সেন্টার।  গোলগুলি করেন কিষাণ দেববর্মা,  সুখদয়াল জমাতিয়া এবং অধিনায়ক প্রভাত কলই।   দ্বিতীয়ার্ধে ম্যাচের স্টপেজ টাইমে  সিমনা তমাকারীর খেলোয়াড় সুরজিৎ নোয়াতিয়া গোল করে ব্যবধান কমান।

পরবর্তী খবর