গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার গৌতম সরকারের বাড়ির সামনে উনার বাইক পার্কিং কে কেন্দ্র করে একই এলাকার প্রিয়তম সরকার নামে এক যুবক গৌতম সরকারের সাথে ঝগড়া বিবাদ শুরু করে। পরে প্রিয়তম সরকার নামে যুবকটি তার দুই বন্ধু পিন্টু দাস এবং রাকেশ দেবনাথকে ফোন করে ডেকে এনে তিনজন মিলে গৌতম সরকারের উপর আক্রমণ করে। স্বামীকে বাঁচাতে গৌতম সরকারের স্ত্রী ছুটে আসলে উনার উপরেও মারধর সহ শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার দুপুরে গৌতম সরকারের স্ত্রী আমতলী থানার দারস্ত হয়ে অভিযুক্ত প্রিয়তম সরকার, রাকেশ দেবনাথ এবং পিন্টু দাসের বিরুদ্ধে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করেন। আমতলী থানার পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছেন গোটা ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।