সর্বশেষ সংবাদ
২০২২ সালের ৯ সেপ্টেম্বর ব্রিটেনের রাজপরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর ব্রিটেনের রাজপরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ।


২০২২ সালের ৯ সেপ্টেম্বর ব্রিটেনের রাজপরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। আর রানির মৃত্যুর পরই ৭৩ বছর বয়সে রাজার গদি পান তৃতীয় চার্লস। রাজা হওয়ার আট মাস পর অবশেষে তাঁর রাজ্যাভিষেক হতে চলেছে। আগামী ৬ই মে ব্রিটেনের রাজা হিসাবে শপথ নেবেন তৃতীয় চার্লস। তাঁর রাজ্যাভিষেকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন বিশিষ্টজনদের। রাজ্যাভিষেকে আমন্ত্রণ পেয়েছে ভারতও। ব্রিটেনের রাজার শপথ গ্রহণে ভারতীয় সরকারের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। জানা গিয়েছে, আগামী ৬ মে লন্ডনের ওয়েস্টমিনস্টারে রাজ্যাভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের। সেই অনুষ্ঠান উপলক্ষেই দুই দিনের জন্য ব্রিটেন যাচ্ছেন জগদীপ ধনখড়।

পরবর্তী খবর

18:34 18/Oct/2024

ভিন রাজ্যের সাথে এ রাজ্যের রেলপথে যোগাযোগ বর্তমান সময়ে অনেকটাই সহজতর। রাজ্য থেকে একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। কিন্তু যাত্রী নিরাপত্তা কতটা সুনিশ্চিত এবং রেলের পরিকাঠামোই বা কতটা উন্নত? সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা এই প্রশ্নটাকেই জোরালো করছে। চলতি বছরের ১৭ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ভয়াবহতার স্মৃতি এখনও উঁকি দেয়। গতকাল লাইনচ্যুত হয় আগরতলা থেকে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। এছাড়াও কখনও আগরতলাগামী বা আগরতলামুখী দূরপাল্লার ট্রেন গুলিতে যান্ত্রিক গোলযোগের ঘটনার অভিযোগ হামেশাই সামনে আসে। আবার ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগের ঘটনাও ঘটছে। এছাড়াও দূরপাল্লার ট্রেন গুলির কামরাগুলির পরিষ্কার - পরিচ্ছন্নতা নিয়েও যাত্রীদের অভিযোগ থাকে । স্বাভাবিকভাবেই দাবি উঠছে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যেন যাত্রী নিরাপত্তা এবং রেলের পরিকাঠামো আরও উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হয়।