সর্বশেষ সংবাদ
২০২২ সালের ৯ সেপ্টেম্বর ব্রিটেনের রাজপরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর ব্রিটেনের রাজপরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ।


২০২২ সালের ৯ সেপ্টেম্বর ব্রিটেনের রাজপরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। আর রানির মৃত্যুর পরই ৭৩ বছর বয়সে রাজার গদি পান তৃতীয় চার্লস। রাজা হওয়ার আট মাস পর অবশেষে তাঁর রাজ্যাভিষেক হতে চলেছে। আগামী ৬ই মে ব্রিটেনের রাজা হিসাবে শপথ নেবেন তৃতীয় চার্লস। তাঁর রাজ্যাভিষেকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন বিশিষ্টজনদের। রাজ্যাভিষেকে আমন্ত্রণ পেয়েছে ভারতও। ব্রিটেনের রাজার শপথ গ্রহণে ভারতীয় সরকারের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। জানা গিয়েছে, আগামী ৬ মে লন্ডনের ওয়েস্টমিনস্টারে রাজ্যাভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের। সেই অনুষ্ঠান উপলক্ষেই দুই দিনের জন্য ব্রিটেন যাচ্ছেন জগদীপ ধনখড়।

পরবর্তী খবর