সর্বশেষ সংবাদ
রাজ্যের যুব সমাজের একটা অংশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে নেশার মত মারণ ব্যাধী।

রাজ্যের যুব সমাজের একটা অংশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে নেশার মত মারণ ব্যাধী।


রাজ্যের যুব সমাজের একটা অংশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে নেশার মত মারণ ব্যাধী। এর করাল গ্রাস থেকে মুক্ত করতে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। আজ বোধজংনগর থানাধীন আমতলী একতারা কমিউনিটি হলে বোধজং নগর থানার উদ্যোগে আয়োজিত নেশা বিরোধী অভিযান সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা জানান বিধায়ক রতন চক্রবর্তী। এদিন এলাকায় নেশা পাচার কারীদের বিরুদ্ধে সাহসী উদ্যোগের জন্য স্থানীয় ভিগোরাস ক্লাব কতৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও পারমিতা পান্ডে, বোধজং নগর থানার ওসি কৃষ্ণধন সরকা সহ অন্যান্যরা। 

পরবর্তী খবর