সর্বশেষ সংবাদ
যাদের জন্য চাকরিচ্যুত ১০৩২৩এর আজ এই অবস্থা তারাই তাদেরকে আবার উসকে দিচ্ছেঃমুখ্যমন্ত্রী

যাদের জন্য চাকরিচ্যুত ১০৩২৩এর আজ এই অবস্থা তারাই তাদেরকে আবার উসকে দিচ্ছেঃমুখ্যমন্ত্রী


চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকা প্রসঙ্গে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বর্তমান রাজ্য সরকারের স্পষ্ট অবস্থানের কথা তুলে ধরেন। চাকুরীচ্যুতদের মহাকরণ অভিযানকে ঘিরে সোমবার যেখানে রাজধানী তোলপাড় ছিল সেখানে এই আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার কি অবস্থান পোষণ করছেন সেটা ব্যাপক জন মানুষে আলোচনার মধ্যেই ছিল। সেই  বিষয়টিকেই অনেকটা খোলাসা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার  ধর্মনগরের কদম তলায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  ডঃ মানিক সাহা বলেন,

১৫ বছর ধরে ১০৩২৩ চাকরিচ্যুতদের রাস্তায় হাঁটিয়েছিল।পরে তাদেরকে বেআইনিভাবে চাকরি দেয় পূর্বতন সরকার। আমরা তাদের বিরুদ্ধে কোন অবিচার করিনি। আদালতের নির্দেশে তাদের চাকরি গেছে। তারপরও আমাদের সরকার চেষ্টা করছে তাদের জন্য কিছু করা যায় কিনা।
 তিনি বলেন, আইন মেনে ১০৩২৩ চাকরিচ্যুতদের জন্য কি করা যায় সেটা ভাবনা চিন্তায় রয়েছে।

পরবর্তী খবর