সর্বশেষ সংবাদ
যাদের জন্য চাকরিচ্যুত ১০৩২৩এর আজ এই অবস্থা তারাই তাদেরকে আবার উসকে দিচ্ছেঃমুখ্যমন্ত্রী

যাদের জন্য চাকরিচ্যুত ১০৩২৩এর আজ এই অবস্থা তারাই তাদেরকে আবার উসকে দিচ্ছেঃমুখ্যমন্ত্রী


চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকা প্রসঙ্গে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বর্তমান রাজ্য সরকারের স্পষ্ট অবস্থানের কথা তুলে ধরেন। চাকুরীচ্যুতদের মহাকরণ অভিযানকে ঘিরে সোমবার যেখানে রাজধানী তোলপাড় ছিল সেখানে এই আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার কি অবস্থান পোষণ করছেন সেটা ব্যাপক জন মানুষে আলোচনার মধ্যেই ছিল। সেই  বিষয়টিকেই অনেকটা খোলাসা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার  ধর্মনগরের কদম তলায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  ডঃ মানিক সাহা বলেন,

১৫ বছর ধরে ১০৩২৩ চাকরিচ্যুতদের রাস্তায় হাঁটিয়েছিল।পরে তাদেরকে বেআইনিভাবে চাকরি দেয় পূর্বতন সরকার। আমরা তাদের বিরুদ্ধে কোন অবিচার করিনি। আদালতের নির্দেশে তাদের চাকরি গেছে। তারপরও আমাদের সরকার চেষ্টা করছে তাদের জন্য কিছু করা যায় কিনা।
 তিনি বলেন, আইন মেনে ১০৩২৩ চাকরিচ্যুতদের জন্য কি করা যায় সেটা ভাবনা চিন্তায় রয়েছে।

পরবর্তী খবর

18:34 18/Oct/2024

ভিন রাজ্যের সাথে এ রাজ্যের রেলপথে যোগাযোগ বর্তমান সময়ে অনেকটাই সহজতর। রাজ্য থেকে একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। কিন্তু যাত্রী নিরাপত্তা কতটা সুনিশ্চিত এবং রেলের পরিকাঠামোই বা কতটা উন্নত? সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা এই প্রশ্নটাকেই জোরালো করছে। চলতি বছরের ১৭ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ভয়াবহতার স্মৃতি এখনও উঁকি দেয়। গতকাল লাইনচ্যুত হয় আগরতলা থেকে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। এছাড়াও কখনও আগরতলাগামী বা আগরতলামুখী দূরপাল্লার ট্রেন গুলিতে যান্ত্রিক গোলযোগের ঘটনার অভিযোগ হামেশাই সামনে আসে। আবার ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগের ঘটনাও ঘটছে। এছাড়াও দূরপাল্লার ট্রেন গুলির কামরাগুলির পরিষ্কার - পরিচ্ছন্নতা নিয়েও যাত্রীদের অভিযোগ থাকে । স্বাভাবিকভাবেই দাবি উঠছে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যেন যাত্রী নিরাপত্তা এবং রেলের পরিকাঠামো আরও উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হয়।