মঙ্গলবার সকালে উদয়পুর বনদুয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে হঠাত করে আগু*ন লেগে যায়। খবর পাওয়া মাত্র উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। পরবর্তী সময়ে মোট পাঁচটি ইঞ্জিন এসে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তর। উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার জানান, কিভাবে উদয়পুর বনদুয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই আগুনের ফলে উদয়পুরে জনগণের মধ্যে দেখা দিয়েছে চা*ঞ্চল্য। আ*গুনের লেলিহান শিখা এতটাই ছিল যে আশপাশের এলাকার লোকজনকে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র নিরাপদে চলে যেতে দেখা গেছে। বর্তমানে আগু*ন নিয়ন্ত্রণে আসায় উদয়পুরে জনগন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।