সর্বশেষ সংবাদ
তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে তিনদিনের মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে তিনদিনের মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে তিনদিনের মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি বলেন প্রচার মাধ্যম সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিলে তা মেনে নেওয়া উচিত। তাতে সরকারের কাজকর্মে অনেক বেশি স্বচ্ছতা ও গতিশীল হয়। মুখ্যমন্ত্রী বলেন সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। স্বাধীনভাবে চললে তাতে আনন্দ ও আত্মতৃপ্তি ঘটে। তবে সঠিক সত্যনিষ্ঠ তথ্য পরিবেশনায় মানুষের মধ্যে বিশ্বাস বাড়ে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অপূর্ব রায়, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে। তিন দিনের এই মিডিয়া ওয়ার্কশপে প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং ওয়েব মিডিয়ার ৩৫৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে। দক্ষতা বৃদ্ধির উপর এই কর্মশালায় সাতজন বিশেষজ্ঞ তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

পরবর্তী খবর