শুক্রবার ফটিকরায় মন্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় ৬৩ পরিবারের ২১১ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তাদের হাতে দলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্বসহ মন্ডলের একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীরা। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। পাহাড়ের মানুষ উন্নয়ন, স্থিতিশীলতা ও আত্মসম্মানের রাজনীতি চায়, বিভাজন নয়। উন্নয়নের অঙ্গীকার, শান্তিপূর্ণ সহাবস্থান ও জনকল্যাণের রাজনীতি— এই তিন মূলমন্ত্রকে কেন্দ্র করে বিজেপি পাহাড়ে ক্রমেই শক্ত অবস্থান গড়ে তুলছে।