যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রয়ান দিবস পালন করা হয়েছে। পরবর্তী সময়ে কংগ্রেস নেতৃত্বরা গান্ধীঘাট গিয়ে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে সুনামের সহিত এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাঁর আত্মবলিদান আজও দেশবাসীর স্মরণে রেখেছেন।