সাধারণত দুর্গাপুজো এবং কালীপুজোর পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। পশ্চিমবাংলার চন্দননগরে ঘটা করে তিন দিনব্যাপী পূজিত হন মা জগদ্ধাত্রী। দেশের উত্তর পূর্বাঞ্চলে একই দিনে সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পড়েছে নবমীর তিথি। আজ সারা রাজ্যে পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী। যিনি জগৎকে ধারণ করে আছেন তাই এই দেবীকে 'জগতের ধাত্রী' বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী রূপে পুজো করা হয়। আগরতলায় উমা মহেশ্বর মন্দিরের পাশাপাশি ত্রিনয়নী সামাজিক সংস্থার উদ্যোগেও সকাল থেকে শুরু হয়েছে জগদ্ধাত্রী পূজা।