যতই সময় গড়াচ্ছে, কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গের প্রতি মানুষের টান আরও গভীর হচ্ছে। শ্রীভূমিতে গঠিত হয়েছে “জুবিন গর্গ স্মরণ সমিতি”, যেখানে বহু বিশিষ্ট ব্যক্তি যুক্ত হয়েছেন। বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শ্রীভূমির উপযুক্ত স্থানে জুবিন গর্গের প্রতিমূর্তি স্থাপন করা হবে। শহরের সেটেলমেন্ট এলাকায়, যেখানে জুবিনের পিতার সরকারি নিবাস ছিল, সেখানে প্রতিমূর্তি বসানোর প্রস্তাবও রয়েছে। সর্বসম্মতিক্রমে স্থান নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার নিজের বাসভবনে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় জুবিনের অনুরাগী আশীষ নাথ এই তথ্য জানান এবং তিনিই প্রথম এই প্রস্তাব উত্থাপন করেন।