রাত পোহালেই ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী মায়ের পূজা। তাই শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই রবিবার কমলপুর বাজারে মৃৎশিল্পীরা হাজির ধনের দেবীদের নিয়ে। বেলা ১২টায় বাজারে তেমন ভীড় জমে নি। দু' চার জন এসে লক্ষ্মী প্রতিমা ক্রয় করে বাড়ি নিয়ে যাচ্ছে। মৃৎশিল্পীরা জানায়, লক্ষ্মী প্রতিমা বিক্রির কেউ ৮০টি, কেউ ৭০টি কেউ আবার ৯০টি লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য বাজারে এনেছেন। লক্ষ্মী প্রতিমা তৈরি করতে গত বছরের তুলনায় খরচ বেশি। কিন্তু, এবছর প্রতিমার মূল্য বাড়েনি। বাজারে ফলের দোকান গুলি ফাঁকা। সন্ধ্যা রাতে ভীড় বাড়বে আশা করছেন দোকানীরা।