সর্বশেষ সংবাদ
ধর্মনগর শহরে বিজয়া দশমী মানেই এক অন্য আবহ।

ধর্মনগর শহরে বিজয়া দশমী মানেই এক অন্য আবহ।

ধর্মনগর শহরে বিজয়া দশমী মানেই এক অন্য আবহ। প্রতিবছরের মতো এবছরও পুজো উদ্যোক্তাদের অসাধারণ আয়োজন নজর কেড়েছে সকলের। হরের বিগ বাজেটের প্রতিমাগুলির বিসর্জন শুক্রবার সারিবদ্ধভাবে সম্পন্ন হয়। প্রতিমা বিসর্জন ঘিরে মহকুমা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শহরের রেলস্টেশন এলাকা ও জেল রোডে দুটি পৃথক দশমী ঘাট প্রস্তুত করা হয়েছিল। ঘাটজুড়ে ছিল পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসি ক্যামেরার কড়া নজরদারি। সন্ধ্যা নামতেই শহরের প্রধান কেন্দ্রবিন্দু কালীদিঘীর পাড়ে রঙিন শোভাযাত্রায় জমে ওঠে উৎসবের আমেজ। ঢাক, খোল, কাঁসরের সঙ্গে সুর-সংগীতে নৃত্যে মেতে ওঠে ধর্মনগরের জনতা।

পরবর্তী খবর