প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভোকাল ফর লোকাল, আত্মনির্ভর ভারতের পথ এবং উন্নত ভারতের লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে যেতে হবে। আজ আকাশবাণীতে 'মন কি বাত "অনুষ্ঠানের ১২৫ তম পর্বে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়ে মোদী বলেন, উৎসবের মরশুমে দেশবাসীর কখনই স্বদেশীকে ভুলে যাওয়া উচিত নয়। তিনি বলেন, উপহার ভারতে তৈরি হওয়া উচিত, পোশাক ভারতে বোনা হওয়া উচিত, সাজসজ্জা ভারতে তৈরি উপকরণ থেকে তৈরি হওয়া উচিত, জীবনের প্রতিটি প্রয়োজনের সবকিছুই স্বদেশী হওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, এক ভারত-শ্রেষ্ঠ ভারতের চেতনা, দেশের ঐক্য দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খেলাধুলা এতে বড় ভূমিকা পালন করে।