ত্রিপুরায় রাজনৈতিক হিংসার কারনে নিহতদের প্রত্যেক পরিবারের একজনকে সরকারী চাকুরী দিল রাজ্য সরকার। আজ মহাকরনে এক সাংবাদিক সম্মেলনে কৃষি, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন রাজ্যে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারনে সংঘটিত হিংসাত্মক ঘটনায় নিহতদের পরিজনদের একজনকে সরকারী চাকুরী প্রদানের ঘোষনা ছিল রাজ্য সরকারের। এর জন্য মন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে রাজ্য সরকার ছয় সদস্যের স্ক্রুটিনী কমিটি গড়ে দেওয়া হয়। এই কমিটির উদ্দেশ্যে মহকুমা শাসকদের নিকট প্রথমে ৩৯ টি ও পরে আরও ৮ টি আবেদন জমা পড়ে। সংশ্লিষ্ট জেলার জেলা শাসক, পুলিশ সুপার মারফত আবেদনগুলোর তদন্ত করে এ পর্যন্ত ১৮ জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সরকারী চাকুরী দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, পরবর্তী সময়ে জমা পরা ৮ টি আবেদনের তদন্ত করে কমিটি ৫ পরিবারে সরকারী চাকুরী দেওয়ার সুপারিশ করেছে। তিনি জানান বিভিন্ন দলের সরকারের আমলে এসব হত্যার ঘটনা ঘটেছে। রাজ্য সরকার দলমতের উর্ধ্বে উঠে এসব চাকুরী প্রদান করেছে। সুস্থ গনতন্ত্রের স্বার্থেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে মন্ত্রী রতন লাল নাথ উল্লেখ করেন।