সর্বশেষ সংবাদ

"ঠিকেদারী কাজে তোলাবাজি  বরদাস্ত করা হবে না।

"ঠিকেদারী কাজে তোলাবাজি  বরদাস্ত করা হবে না।  যারা এই তোলাবাজির সঙ্গে যুক্ত তারা যেন সচেতন হয়ে যান।"  শনিবার আগরতলার  নাগেরজলা বাসট্যান্ড সংলগ্ন  এলাকায় সংস্কার করে  সুন্দরভাবে সাজিয়ে তোলা একটি জলাশয়ের উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে এই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি  এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে  মুখ্যমন্ত্রী উল্লেখ করেন "মানুষের জন্য আমরা সরকারে আছি ।  মানুষের জন্য আমরা বিভিন্ন পদে আছি। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। "  এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার,  ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,  স্থানীয় কাউন্সিলর অভিজিৎ মল্লিক প্রমুখ।
আগরতলা পুর নিগমের  ৩৩ নম্বর ওয়ার্ড এলাকায় নাগেরজলা  সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকায় এই  জলাশয়টি সংস্কার করে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে।

পরবর্তী খবর