২১ শে জুন, শনিবার। গোটা দেশের সঙ্গে রাজ্যের উনকটি জেলাতে ও পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। এই উপলক্ষে ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে কৈলাসহর সৈবতীর্থ ঊনকোটিতে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন পেঁচারথল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য সরকারের মন্ত্রী সান্তনা চাকমা, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য মন্ত্রী সুধাংশু দাস, রাজ্যের পর্যটন সচিব উত্তম কুমার চাকমা, রাজ্যের উচ্চশিক্ষা অধিকারীক অনিমেষ দেববর্মা, ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধামবিকা আর, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্য আধিকারিকরা।। প্রদীপ প্রজ্জ্বলন করে এই কর্মসূচির সূচনা করলেন মন্ত্রী সান্তনা চাকমা। উপস্থিত অতিথিরা সবার সাথে এদিন যোগাসন অভ্যাস করলেন।