সর্বশেষ সংবাদ
৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছে।

৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছে।

৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছে। তার মধ্যে উদয়পুর মহকুমায় বনদুয়ারস্থিত বেশ কিছু জায়গা নিয়ে সরকার ৫১ পীঠের রেপ্লিকা তৈরীর জন্য নির্ধারিত সরকারি জায়গায় কাজ ও শুরু করেছে।আর ইতিমধ্যে উদয়পুর - অমরপুর সড়কে বনদুয়ার এলাকায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে প্রায় একশত পরিবার জায়গা দখল করে টিনের ছাউনি বা বাঁশের ছাউনি দিয়ে দখল করে ঘর তোলার কাজ শুরু করেছে। যারা দখল করেছে জায়গা গুলো তাদের বক্তব্য হলো,  বাংলাদেশিরা জায়গা দখল করে বাড়ি ঘর তৈরি করেছে তাদের তুলে না দিলে তারা ও দখল করা জায়গা ছাড়বে না। ইতিমধ্যে গতকাল গভীর রাতে তাদের দখল করা জায়গা ভেঙে দেওয়া হলো প্রশাসনের তরফে। এই অভিযোগে শনিবার সকাল থেকে দখল করা জনগন অমরপুর - উদয়পুরের বনদুয়ার রাস্তা অবরোধ করে রাখে।খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে যায় ঘটন স্থলে।বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর শাসক দলের এক নেতা গিয়ে প্রতিশ্রুতি দেয় যে অবরোধ তুলে নেওয়ার জন্য। পরবর্তী সময়ে এলাকার বিধায়ক অভিষেক দেবরায় কথা বললেন অবরোধ কারীদের সঙ্গে। এরপর আশ্বাস পেয়ে  অবরোধ তুলে নিলেন অবরোধ কারীরা।

পরবর্তী খবর