যোগাকে কোন ধর্মের মধ্যে বেঁধে রাখা যায় না। যোগা আমাদের জীবন শৈলীর অঙ্গ হওয়া উচিত। তাইতো আজ সৌদি আরব, মঙ্গোলিয়াতেও যোগ অভ্যাস করা হয়।মেলাঘর স্থিত নীরমহলে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথাগুলি বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। সিপাহীজলা জেলা ভিত্তিক এই ১১ তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয় নীরমহলে। এতে প্রধান অতিথির ভাষণে সাংসদ আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাকে পৌঁছানো , জোগাড় গ্রহণ যোগ্যতা এবং প্রাত্যহিক জীবনে তার গুরুত্ব প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন।
সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ ও।জেলা ভিত্তিক এই যোগা দিবস অনুষ্ঠানে সাংসদ, মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজেলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক কিশোর বর্মন, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্বোধক, প্রধান অতিথি সহ সকলে যোগ অভ্যাসে অংশ নিলেন।