মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন যোগাসন প্রাচীন ভারতীয় ঐতিহ্যের মধ্যে নিহিত। মানুষের অবসাদ থেকে মুক্তি পেতে যোগাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। প্রতিদিন যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশস্তি লাভ করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় এই সুপ্রাচীন যোগাভ্যাস বর্তমানে ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে সমাদৃত। আজ হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত ১১ তম আন্তর্জাতিক যোগ দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তিনি। রাজ্যভিত্তিক যোগ দিবস অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশ, বি.এস.এফ, সি.আর.পি.এফ, টি.এস.আর, এন.ওয়াই.কে.এস, এন.সি.সি, এন.এস.এস, বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস এন্ড গাইডস, বিভিন্ন সমাজসেবী সংস্থা, যোগা সংস্থা, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশ গ্রহণ করেন। এদিন মুখ্যমন্ত্রী অন্যান্য সবার সাথে যোগাসনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আন্তর্জাতিক খ্যাতী সম্পন্ন জিমন্যাস্ট পদ্মশ্রী ডঃ দীপা কর্মকার সহ অন্যান্যরা।