সর্বশেষ সংবাদ
সারা দেশের সাথে রাজ্যেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস।

সারা দেশের সাথে রাজ্যেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস।

সারা দেশের সাথে রাজ্যেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস। এদিন হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। আজ সচিবালয়ে সাংবাদিকদের জানান রাজ্যের ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তিনি জানান আগামী কাল মেলাঘরের নীরমহলে আয়োজিত যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং কৃষিমন্ত্রী রতন লাল নাথ। ঊনকোটিতে থাকবেন মন্ত্রী সুধাংশু দাস ও স্বান্তনা চাকমা। তাছাড়া রাজ্য মন্ত্রী সভার অন্যান্য সদস্য, বিধায়ক ও জনপ্রতিনিধিরাও রাজ্যের অন্যান্য জেলা এবং ব্লকে যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য এবারের যোগা দিবসের ভাবনা এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ।

পরবর্তী খবর