শুক্রবার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ শয্যার উপজাতি ছাত্রী হোস্টেলের উদ্বোধন করেন। এরপর দুপুর ১টায় সাব্রুম টাউন হলে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে দক্ষিণ জেলার ১৯টি প্রকল্পের মোট ৩২ কোটি টাকার ভার্চুয়াল উদ্বোধন করেন।এতে রয়েছে বিলোনিয়ার বি.কে.আই স্কুলে অতিরিক্ত শ্রেণিকক্ষ, বিজ্ঞান গ্রন্থাগার ও শৌচাগার নির্মাণ (৩.১৫ কোটি টাকা), সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন (১.৭০ কোটি টাকা), মুহুরিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (৩.২৯ কোটি টাকা ), কলসি স্কুলের ভবন (১.৩২ কোটি টাকা ) ও ইংলিশ মিডিয়াম স্কুল ভবন (২.৭৭ কোটি টাকা )।
মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন।