প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের আমলে দেশে উন্নয়নের এক নতুন যাত্রা শুরু হয়েছে। বিজেপি প্রদেশ কার্যালয়ে সেবা, সুশাসন গরীব কল্যানের ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের ১১ বছরকে দেশের অমৃতকাল হিসাবে বর্ণনা করেন। এই ১১ বছরে, দেশে বিভিন্ন উল্লেখ যোগ্য সিদ্ধান্ত ও আইন সংশোধনের কথা উল্লেখ কর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেন, আইন সভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, তিন তালাক প্রথা বিলোপ, ওয়াকফ সম্পত্তি আইন সংশোধন ইত্যাদি কার্যক্রমের কথা এর আগে কোনও সরকারই করার সাহস পায় নি, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। তিনি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ায় সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের কাছে কড়া বার্তা দেওয়া গেছে। এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের মদতে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটি ধংসে অপারেশন সিঁদুর- এর সাফল্যের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিক সম্মেলনে, বিকশিত ভারত কা, অমৃতকাল-সেবা,সুশাসন গরীব কল্যান কা ১১ সাল শীর্ষক একটি পুস্তকের উন্মেচন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা।