ত্রিপুরায় আন্দোলন এযেন রোজকার গল্প। জল, বিদ্যুৎ,রাস্তা, স্বাস্থ্য, শিক্ষক বদলী প্রত্যাহারে একমাত্র ভরসা রাস্তা অবরোধ করে আন্দোলন ও বিক্ষোভ। এবার রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের এক শিক্ষক বদলীর প্রতিবাদে রাস্তা অবরোধ সহ কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদে নামল কলেজ পড়ুয়ারা। ধর্মনগর সরকারি কলেজের পড়ুয়াদের দাবি পঞ্চাশ জন পড়ুয়াদের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক প্রয়োজন, কিন্তু বর্তমানে জেলার একমাত্র ধর্মনগর কলেজে পাঁচশো জন পড়ুয়াদের জন্য একজন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের শিক্ষক রয়েছেন। তার উপর ওই শিক্ষককেও বদলি করেছে ত্রিপুরা শিক্ষা দপ্তর। তাই তাদের প্রতিবাদ বা বিক্ষোভ বদলির বিপক্ষে নয়, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগ না করা পর্যন্ত ওই শিক্ষককে রিলিজ দেওয়া যাবে না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসনের এক আধিকারিক। কিন্তু তার আশ্বাসেও তেমন কাজ হয়নি। এরই মাঝে একজন কলেজ পড়ুয়া ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে দমকল কর্মীদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে।