নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো এক শ্রমিক। তার নাম রাকেশ দেবনাথ। বাড়ি চড়িলাম বাজার সংলগ্ন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায়। ঘটনা সোমবার গভীর রাতে। অন্যান্য দিনের মতোই সোমবার রাতে বাজার করে বাড়িতে এসে নিজের ঘরে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে ঘুম থেকে না উঠায় তাদের সন্দেহ হয়। দরজা ভেঙ্গে ঘরে ঢুকতেই দেখতে পায় ঘরের সিলিং এ দড়ি দিয়ে আত্মহত্যা করেছে রাকেশ। এই ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করে পরিবারের লোকজন। তাদের চিৎকারে গ্রামের মানুষ খবর দেয় বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ এবং আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরী তাদের বাড়িতে ছুটে আসে। জানা গেছে সে বিয়ে করেনি। তবে মাঝে মধ্যে একটু নেশা করত। হয়তো এই নেশাই তার জীবন কেড়ে নিয়েছে বলে জানায় গ্রামের প্রধান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। ময়নাতদন্তের পর রাকেশ দেবনাথ এর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।