সর্বশেষ সংবাদ
একের পর এক চুরি বিশালগড়ে।

একের পর এক চুরি বিশালগড়ে।

একের পর এক চুরি বিশালগড়ে। প্রতিদিন বিশালগড়ের কোন না কোন জায়গায় এই চুরির কান্ড ঘটে থাকলেও কোনভাবেই তা রোধ করতে পারছেন না পুলিশ। রবিবার গভীর রাতে এক বিধবা অসহায় মহিলা রচনা বেগমের বাড়িতে হানা দিয়ে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা বিশালগড় থানাধীন দুর্গানগর হাসান হোসেন পাড়ায়। রবিবার ঈদের নিমন্ত্রণ খেতে আত্মীয় বাড়ি গিয়েছিলেন ওই মহিলা ও তার ছেলে। রাতের বেলা ফাঁকা বাড়ি পেয়ে তার বাড়িতে তান্ডব চলায় চোরের দল।

পরবর্তী খবর