কৈলাসহর বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে চলছে বাঁধের কাজ। কৈলাশহর ফরেস্ট অফিস থেকে শ্রীরামপুর পাকা ব্রিজ পর্যন্ত ২০০ মিটার বাঁধ এর উপরের বেহাল দশা ছিল। প্রায় দুই মাস এই রাস্তা দিয়ে টুকটুক বাইকসহ বাড়ি গাড়ি চলাচল বন্ধ ছিল। ব্যবসা-বাণিজ্য মারাত্মক লোকসানের পথে। হেডলাইন্স ত্রিপুরা সহ বেশ কিছু চ্যানেলে এই সংবাদ প্রচার হবার পর তড়িঘড়ি করে মন্ত্রী টিংকু রায় এর নির্দেশে চলছে সলিং এর কাজ। স্বাভাবিক ভাবেই খুশী এলাকার মানুষ।