সোমবার দুপুরে হঠাৎ করে উদয়পুর বনদুয়ার সাব স্টেশনে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে এবং কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে শর্ট সারকেট থেকে আগুন লাগতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সারা উদয়পুর মহকুমায় বিদ্যুৎ চলে যায়। ফলে জরুরী কাজ ব্যাঘাত হয় বলে খবর পাওয়া গেছে।