মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ বামুটিয়া বিধানসভার তুফানিয়ালুঙ্গা চা বাগানে মেগা প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী জানান, মোহনপুরে এখন পর্যন্ত ২৪১ জন চা শ্রমিককে জমির পাট্টা দেওয়া হয়েছে। আজ তুফানিয়া লুঙ্গায় ৮২ জনকে জমির পাট্টা দেওয়া হচ্ছে। রাজ্যে আট জেলায় নেশামুক্ত কেন্দ্র খোলা হবে। বিশ্রামগঞ্জে অত্যাধুনিক মানের নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসা ক্ষেত্রে ত্রিপুরা উন্নতি করছে। রাজ্যে এইমসের প্রতিনিধি টিম এসেছে। কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা রাজ্যবাসীদের আরও উন্নতভাবে দেওয়া যায় এই বিষয়ে এইমসের প্রতিনিধিদের সাহায্য চাওয়া হয়েছে। এদিনের প্রশাসনিক শিবিরে ২৫০ জনকে বিভিন্ন গাছের চারা বিতরণ, রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল , ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীররঞ্জন ঘোষ, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন প্রমুখ।